Gynecological Problems
গর্ভস্রাব বা মিসক্যারেজ (Miscarriage)
গর্ভাবস্থার ২২ সপ্তাহ পর্যন্ত যদি গর্ভস্থ ভ্রুণের স্বাভাবিক মৃত্যু হয় তবে সেটাকে আমরা গর্ভস্রাব বা মিসক্যারেজ বলি। সব নিষিক্ত ডিমের আনুমানিক ৩০ থেকে ৪০ শতাংই মায়ের জরায়ু থেকে বের হয়ে যায় এবং তার ফলশ্রুতিতে গর্ভাবস্থার অবসান ঘটে। বেশিরভাগ সময়ই এটা ঋতুচক্রের বা মাসিকের প্রথমেই ঘটে ফলে বেশিরভাগ মায়েরা এটা বুঝতে পারেন না। এবং সাধারণত মহিলারা এটা কে স্বাভাবিকের চেয়ে একটু বেশি রক্তস্রাব হিসেবেই মনে করেন। বেশিরভাগ ক্ষেত্রেই এর জন্য ডাক্তার বা হাসপাতালে যোগাযোগ এর প্রয়োজন হয় না।
Copyright © All Rights Reserved