আমি ডা: কামাল আহমেদ
একজন গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং টেলিমেডিকেল ইঞ্জিনিয়ার।
বর্তমানে সুইডেনের নিশপিং হাসপাতলে গাইনী ও প্রসূতি বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত।
আমি বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাস করার পর ওই একই হাসপাতালে গাইনি ও প্রসূতি বিভাগে ইন্টার্নশিপ করি । তারপর ঢাকাতে কয়েক বছর প্রাইভেট প্র্যাকটিস করি। সুইডেন আসার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি ও প্রসূতি বিভাগের স্বনামধন্য প্রফেসর ডাক্তার আনোয়ার হোসেন স্যার এর অধীনে রেসিডেন্ট ইনচার্জ হিসেবে কাজ করি। পাশাপাশি তখন গণবিশ্ববিদ্যালয়, সাভারে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল ফিজিক্স এ মাস্টার্স পড়াশোনা চালিয়ে যাই। সেখানে সুইডেনের সবচেয়ে বড় এবং নামকরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, রয়েল ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রফেসর ডক্টর মান্নান মৃধার সাথে পরিচয় ঘটে। সেই সুবাদে প্রফেসর মান্নান মৃধা স্যারের সরাসরি সহায়তায় সুইডেনে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়ে সপরিবারে সুইডেনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করি।
রয়েল ইনস্টিটিউট অফ টেকনোলজি, স্টকহোমে তিন বছর পর টেলিমেডিসিনে গবেষণা ও থিসিস করে মাস্টার্স ডিগ্রি লাভ করি। সুইডেনে পড়াশোনার পাশাপাশি পাঁচ বৎসর বিভিন্ন চড়াই-উৎরাই পার করে সুইডেনের মেডিকেল লাইসেন্স অর্জন করি। তারপর কয়েক বৎসর গাইনি ও প্রসূতি বিভাগে কাজ করার পাশাপাশি পড়াশোনা করে সুইডেনের গাইনি ও প্রসূতি বিভাগে বিশেষজ্ঞ ডিগ্রী লাভ করি। তার এক বছর পর যুক্তরাজ্যে গাইনি ও প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ হিসেবে তালিকাভুক্ত হই। সেই থেকে সুইডেনের প্রায় সব শহরের ছোট-বড় হাসপাতাল নিয়ে প্রায় পঁচিশটি হাসপাতলে কাজ করার অভিজ্ঞতা নেই।
আজ এই করোনা ক্রান্তিকালে আমার বাংলাদেশের মা এবং বোনদের কে সাহায্যের জন্য আমার অভিজ্ঞতা এবং জ্ঞান নিয়ে আমি এগিয়ে এসেছি এবং তার ফলশ্রুতিতেই টেলি গাইনোকোলজি বা টেলি গাইনির জন্ম।
Years in Practice: 15+
Education:
MBBS (Bachelor of Medicine and Surgery)
Master in Applied IT with major in Telemedicine
Specialization in Obstetrics and Gynecology
My area of special expertise
Dhaka University, Bangladesh
Royal Institute of Technology (KTH), Sweden
Södra Älvsborgs Hospital, Borås, Sweden
GMC, United Kingdom
BMDC, Bangladesh
Specialist Registration Socialstyrelsen, Sweden
Uppsala University, Sweden
Skaraborgs Hospital, Sweden
Socialstyrelsen, Sweden
Malmö University, Sweden
Södra Älvsborgs Hospital
Masters thesis in Telemedicine
Linköping University, Sweden
Södra Älvsborgs Hospital
Copyright © All Rights Reserved